বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এক নদীর অপমৃত্যু, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং এক মা-হারা কিশোর। সঙ্গে এক ইতালীয় লেখক-পরিচালক। সবকিছুকে এক সুতোয় বেঁধেই গৌতম ঘোষের নতুন ছবি ‘পরিক্রমা’। প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনে তৈরি এই ছবির গল্পের নির্যাস পরিচালক পান তাঁর ইতালীয় বন্ধু সেরজোর লেখায়। রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়েছিল পরিক্রমা নিয়ে এক আলোচনা সভা। সেখানেই গৌতম ঘোষের কথায় জানা গেল, বহু বছর আগে যখন এই ছবির গল্প তিনি পড়েন তখন থেকেই এই বিষয়ে ছবি তৈরির পরিকল্পনা তাঁর মাথায় ছিল। এবারে গিয়ে তাঁদের সেই পরিক্রমা সম্পূর্ণ হল।
এ ছবি জুড়ে রয়েছে ‘নর্মদা বাঁচাও আন্দোলন’। সেই ঘটনার সঙ্গে জুড়ে যায় মা-হারা কিশোর লালার কথা। 'পরিক্রমা'তে রয়েছেন বিখ্যাত 'পারাদিসো', 'মারাদোনা' ছবিখ্যাত জনপ্রিয় ইতালীয় অভিনেতা মার্কো লিওনার্দি, চিত্রাঙ্গদা সিংহ এবং ‘লালা’ আরিয়ান বাদকুল। অবশ্য গৌতমের দাবি, “এটা রাজনৈতিক কোনও ছবি নয়। গণতান্ত্রিক দেশে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার নিশ্চয়ই কোনও বিষয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। এই ছবির মাধ্যমে তাই বেশ কিছু প্রশ্ন আমি তুলেছি।”
পরিচালকের কথায়, “পরিক্রমার মধ্যে নিবিড়ভাবে রয়েছে ইতালি-ভারত। নর্মদা নদী ঘিরে সমস্যার পাশাপাশি রয়েছে মা-হারা কিশোরের করুণ আবহ। রয়েছে ইতালীয় অভিনেতার সঙ্গে বলি-অভিনেত্রী এবং ইন্দোরের এক লাজুক কিশোর। আর এই অর্কেস্ট্রার আমি কন্ডাক্টর। শুধু টিউনটা ঠিক রাখার চেষ্টা করে গিয়েছি অনবরত। এই ছবি আদতে এক যাত্রার গল্প বলে।”
এই আলোচনা সভা ছিল আদতে ছবির গল্প বলার পাশাপাশি শুটিংয়ের নানা স্মৃতির সরণিতে ঢুঁ মারা। এবং কত সব রঙিন স্মৃতি। থেকেই জানা যায় ২০২০ সালে বিশ্বজুড়ে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার আগে ছবির ইতালির অংশের শুটিং সারা হয়ে গিয়েছিল। এরপর এই দীর্ঘ বিরতির কারণে 'লালা' চরিত্রের জন্য অডিশন নেওয়া কিশোর ছেলেরা ততদিনে প্রায় যুবক। এবং প্রযোজকও বদল। যাই হোক, তারপরেই আরিয়ান বাদকুলের খোঁজ পাওয়া। ‘লালা’র মুখেই শোনা গেল শুটিংয়ের এক মজাদার কিসসা। তখন শুটিং চলছে। ‘লে লো, লে লো!’ হাঁক পেড়ে টুকিটাকি জিনিস ফেরি করছে সে। এমন সময় দু’জন ব্যক্তি এসে তার থেকে কিছু মাল কিনে ৫০০ টাকার নোট হাত ধরিয়ে দেয়। এতটাই ‘সত্যি’ ছিল এই কিশোরের অভিনয়। অবশ্য ‘কত’ শুনতেই এক দৌড়ে ওই দুই ব্যক্তির কাছে গিয়ে সেই টাকা ফেরত দিয়ে এসেছিল সে। স্বভাবতই টাকা ফেরত পেয়ে এবং সেইসঙ্গে সত্যিটা জানতে পেরে হতভম্ব হয়ে গিয়েছিলেন ‘লালা’র ওই দুই ক্রেতা!
‘পরিক্রমা’তে ইতালীয় লেখক-পরিচালক আলেসান্দ্রোর ভূমিকায় রয়েছেন মার্কো লিওনার্দি। পরিবার বলতে মা-হারা তাঁর কিশোর ছেলে। ওদিকে, ভারতে এসে ঘটনাচক্রে লালার সঙ্গে যখন তাঁর পরিচয় হয়, দেখা যায় তাঁর ছেলে ও লালা সমবয়সী। নর্মদা নদীকে ঘিরে এই পরিক্রমা তাঁকে উপলব্ধি করায় যে কিশোর তাঁর মা-কে হারিয়েছে এবং যে কিশোর তাঁর মাতৃভূমিতে থাকার অধিকার হারিয়েছে তাদের দু’জনের যন্ত্রণা কোথাও একেবারে এক। কোনও বিন্দুতে গিয়ে সেই যন্ত্রণা মিলে যায়।
মার্কো লিওনার্দি জানান,ভারতে মধ্যপ্রদেশ-সহ নানা জায়গায় শুটিং চলেছে এই ছবির। এবং যত শুটিং গড়িয়েছে, যত তিনি নর্মদার মনোমুগ্ধকর রূপ থেকে মনখারাপ করা রূপ দেখার সাক্ষী হয়েছেন, এই ছবির সঙ্গে তত তিনি একাত্ম হয়েছেন। ‘মারাদোনা’-খ্যাত অভিনেতার কথায়, “এই ছবির প্রস্তাব পেয়ে প্রথমে নর্মদা নদী সম্পর্কে নানা বইপত্র পড়া শুরু করি। খুঁটিয়ে তথ্য জোগাড় করা শুরু করি। এরপর যখন ধীরে ধীরে শুটিং লোকেশন বদল হতে হতে একসময় নর্মদা নদীকে প্রায় মৃত অবস্থায় আবিষ্কার করি, তখন অসম্ভব কষ্ট পেয়েছিলাম।”
#KIFF# KIFF 2024# Parikrama# Gautam Ghose#Chitrangada singh# #Marco Leonardi
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দিলীপ কুমার ও সায়রা বানুর কেন কোনওদিন সন্তান হয়নি? সত্যিটা শুনলে চোখ ছলছল করে উঠবে আপনারও! ...
জাহিরের জন্মের পর তাঁর মা ছাড়া সবথেকে খুশি হয়েছিলেন কোন নারী? হদিশ সোনাক্ষীর ...
অর্জুন এখন অতীত, ছেলের বন্ধু রাহুল-ই কি মালাইকার নতুন প্রেম? ...
প্রতারণার অভিযোগে ধর্মেন্দ্রকে সমন আদালতের! লম্বা হচ্ছে মন্নত, পড়বে কত খরচ?...
‘একজনের অভিনীত পরিচিত চরিত্রে হ্যাঁ বলাটাই তো চ্যালেঞ্জ’- ‘রোশনাই’ নিয়ে অকপট তিয়াসা...
ছোট্ট ‘মুসাফা’ হয়ে ওঠার জন্য খুদে আব্রাম কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল? এই প্রথম ফাঁস করলেন স্বয়ং শাহরুখ...
‘আসবেন না অনুষ্ঠানে’, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিকদের তোপ সোনুর! কিন্তু কেন?...
‘ভুল ভুলাইয়া ৩ সুপারহিট, তবু ইন্ডাস্ট্রির সমর্থন পাব না!’ বিস্ফোরক কার্তিকের নিশানায় কারা? ...
জল্পনা সত্যি করে ‘বেবি জন’-এ হাজির সলমন, ছবির ঝলকে ‘টাইগার’কে দেখে কেন ক্ষেপল নেটপাড়া?...
‘ভূত বাংলো’র সামনে লন্ঠন হাতে একা অক্ষয়! গা-ছমছমে পোস্টার দেখিয়ে ছবি মুক্তির তারিখ ঘোষণা ‘খিলাড়ি’র ...
পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...
'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...
অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...
‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...